Saturday, August 19, 2017

Post # 608 Bengali Indrajal Comics Vol.21 No.20

                                                      ডাউনলোোড করুন
                                                স্ক্যান ও এডিট- পিব্যান্ডস
                                                                                                     

গত শনিবার প্রকাশিত হোল কমিক্স ও গ্রাফিক্স ৪ , ৪৫০ পাতার ভারতের সর্ব বৃহৎ অলংকরণ ও কমিক্স সম্পর্কে গবেষণা মূলক পত্রিকা, অবশ্য পত্রিকা না বলে এনসাইক্লোপিডিয়া বই বলাই ভালো... থাকছে ৪৫ টি কমিক্স ও অসংখ্য গবেষণা মূলক প্রবন্ধ ,এবার সঙ্গে থাকছে একটি বিশ্বযুদ্ধ কমিক্স ফ্রি । 
থাকছে ম্যানড্রেক কে নিয়ে আমার একটি গবেষণা মূলক প্রবন্ধ... ধন্যবাদ যানাই বুক ফার্ম ও টিম কমিক্স ও গ্রাফিক্সকে ।






















আজ মনে হচ্ছে আবার আর একবার ৭০- ৮০ দশক যেন ফিরে এসেছে, নারায়ণ দেবনাথ ও ময়ূখ চৌধুরীর করা সেই সব অলংকরণ ও কমিক্স দেখার পর বর্তমানে কমিক্স প্রেমীরা যখন হতাশ ঠিক তখন ই গৌতমদার করা পথের পাঁচালি... এক অসাধারন কমিক্স... গৌতমদার জীবনের শ্রেষ্ঠ কাজ ।   কমিক্স ও গ্রাফিক্স ৪ এ থাকছে এই কমিক্স টি । 








তাই আগামি কাল ২০ আগস্ট, রবিবার, বিকেল পাঁচটা, মোহিত মৈত্র মঞ্চ (পাইকপাড়া)।
'কমিক্স ও গ্রাফিক্স ৪' -এর উদ্বোধনী অনুষ্ঠান।





৩০০ বছর গেছে পার হয়ে... ডাইনী মারা গেছে ৩০০ বছর আগে , আজ আর কি দাম তার
 কথার !!!৩০০ বছর বয়স্কা নারী ভালোবাসতেই পারে ৪০০ বছর বয়সি কোন পুরুষ কে(জদি আবার সে বেতাল হয়) তাই ভালোবাসার কথা আজ আর বলতে কোন আপত্তি নেই... 









2 comments:

  1. comix o graphix er ager 3 te part e ache amar kache..waiting for 4th one :)

    ReplyDelete
    Replies
    1. COG4 সব জায়গায় পাওয়া জাচ্ছে ।

      Delete