Sunday, June 5, 2016

Post # 512 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                                               ডাউনলোড করুন


 ১৯৬৯ সাল পূজার আগে পুরোদমে কাজ চলছে 'কিশোর ভারতী' পূজা সংখ্যা প্রকাশের ।শৈল চক্রবর্তী জানিয়ে দিলেন যে উনি 'দিলীপ কুমার চট্টোপাধ্যায়ের' কাহিনী অবলম্ভনে চিত্র কাহানী 'ইন্দ্রজিৎ বনাম ব্ল্যাক ডায়মন্ড" সিরিজের অলঙ্করণ করতে পারবেন না সময়ের অভাবে, এর পরের কাহানী সকলে আন্দাজ করতে পারছেন... বাংলা সাহিত্য জগতের অন্যতম রুপকার 'শ্রী দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায়' এই গুরু দায়িত্ত দিলেন নারায়ন বাবুর উপর...বাকিটা ইতিহাস । ১৯৬৮ সালের আশ্বিন সংখ্যা থেকে শুরু হয়েছিলো 'কিশোর ভারতী' পত্রিকার ।  এই সিরিজ শুধু কমিকস্‌ নয় সঙ্গে ৩ টি বড়ো উপন্যাস ও রয়েছে ,তাতে অলঙ্করণ ও করেছেন নারায়ন বাবু ।
নিচে এই সিরিজের একটি তালিকা দিলাম ,
১) ব্ল্যাক ডায়মন্ড
২) রহস্যময় সেই বাড়িটা (এপ্রিল ১৯৭০- সেপ্টেম্বর ১৯৭১ অবধি মাসিক সংখ্যায় ধারাবাহিক ভাবে প্রকাশিত)
৩)তুফান মেলের যাত্রী
৪)রাত মোহানার বালু চরে (উপন্যাস) 
৫) ছোট আনন্দ (উপন্যাস)
৬) অস্তরঙ্গের মঞ্জিল (উপন্যাস)
৭)ষ্টেশন মুকুট মনিপুর
৮)সন্ধায় মহুয়া মিলন   
 ৯)চাঁদনি রাতে
১০)কাছেই মোহনা
১১) জীবন  দীপ (কিছুটা পূজা বার্ষিকী তে ও পরে বাকিটা মাসিক সংখ্যায় প্রকাশিত হয় )
*১২)আঁধার মানিক (ওঙ্কারনাথ ও অরিজিৎ দত্ত চৌধুরীর অলঙ্করণ )
*১৩)অস্ত শশী  (ওঙ্কারনাথ ও অরিজিৎ দত্ত চৌধুরীর অলঙ্করণ )
১৪)এই কোলকাতায় ।








সুধিন্দ্র নাথ রাহার লেখা নিয়ে "দোলগোবিন্দ" বাবু কৃতজ্ঞতা স্বীকার করলেও এই টুকু আসা করতেই পারতাম উনি আগে একটু জানাবেন আমাক, তবে ধন্যবাদ ওনাকে লেখক কে নিয়ে এই লেখাটি প্রকাশ করবার জন্য । পোস্ট ২৬১,২৮৩ ও ৩৬৮ দেখুন । 

2 comments: