Monday, August 3, 2015

Post # 416 Bengali Indrajal Comics No.345

                                                                    ডাউনলোড করুন


                                    স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়(পিব্যান্ডস)

বেতালের যোগাযোগ মাধ্যমঃ' বানর ডাক' 'ফোফো' আর 'বিবি'  দুই 'শিম্পাঞ্জী' উপর নির্ভরশীল, তাছাড়া গুরুত্বপূর্ণ কোন চিঠি থাকলে তার জন্য রয়েছে  বাজপাখি  'ফ্রাকা', ডাকরানার ও দেখাজায় বেতালের চিঠি নিয়ে দৌড়াতে ! সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করবার জন্য বেতাল ব্যবহার করে 'হ্যাম রেডিও ব্যান্ড' এক 'শর্ট ওয়েভ ট্র্যান্সমিটার' । আরো অদ্ভুত দৃশ্য দেখাজায় যখন কাঠের লম্বা টেলিফোনের খুঁটির উপর উঠে বেতাল কানে হেডফোন লাগিয়ে 'কর্নেল উইওরবু' কে খবর পাঠায় ! বা "বিষাক্ত জল"-- 'সাইনবোর্ড' লাগানো 'কূপ' এ নেমে  সুড়ঙ্গ দিয়ে অরণ্য সেনা দপ্তর এ চিঠি রেখে আসে ।



2 comments:

  1. ei illustration এর বেতাল ইন্দ্রজাল কমিক্স গুলো পড়তে আমি খুব ভালোবাসি। দেখি সময় পেলে একটা লিস্ট বানাতে হবে। আমার কাছে তো হার্ড কপি নেই আপনার কাছ থেকে আর নেট এ যত পেয়েছি তার মধ্যে থেকে ই লিস্ট বানাব, আপনি নয় পরে কারেকশন করে দেবেন।

    ReplyDelete
    Replies
    1. আমাকে একটা লিস্ট পাঠান ! দেখাজাক স্পেয়ার পাই কিনা !

      Delete