Tuesday, March 10, 2015

Post # 353 Hirer Pahar by Anil Bhoumick

                                                                        ডাউনলোড করুন




'হিরের পাহাড়ের' প্রথম প্রকাশ শুকতারায় ৩৯ বছর আগে, প্রকাশ কাল আশ্বিন ১৩৮৩ - বৈশাখ ১৩৮৪ ।সোনার ঘণ্টা পোস্ট করার সময় ভেবে ছিলাম ডাউনলোডের সংখ্যা হয়তো কম থাকবে  কারন সবার-ই বই টি পড়া , কিন্তু বাস্তবে উল্টো হোল, ডাউনলোডের সংখ্যা চোখে পড়বার মতো , হয়তো  গল্পের সঙ্গে নারায়নবাবুর ইলাসট্রেসন্‌  একটা বড় কারন ।  






এইরকম সব দুর্দান্ত ইলাসট্রেসন্‌ রয়েছে গল্পটির মধ্যে । 




































ইন্দ্রজালের পাঠক যারা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে আছেন তাঁদের জানাচ্ছি যে শেষ ৭ মাস ধরে ১-৩০০ সমস্ত ইন্দ্রজাল আবার প্রথম থেকে  .tiff ফাইল আকারে স্ক্যান করবার কাজ প্রায় শেষ, এগুলো সংরক্ষণ করা হবে 'ক্লউড নেটওয়ার্ক' এ পরবর্তী প্রজন্মের কথা ভেবে,।সঙ্গে হাই কোয়ালিটিতে প্রসেস্‌ করে প্রিন্ট কোয়ালিটি তে দেওয়া হবে,  বই গুলি বন্ধু 'নির্জন সেন' শুরু করেছেন প্রসেস্‌করা ,আমার কাজ প্রায় শেষ  আর কিছুদিনের ভিতর ৩০০ পরের ইন্দ্রজাল গুলি পর পর ব্লগে আসবে ।





15 comments:

  1. Replies
    1. tiff কিন্তু 'র' ফাইল । এক এক টা ২০ এম বি । ওটা থেকে প্রসেস হয়ে .jpg হবে। তাই 'র' ফাইল রাখার কারন ভবিষ্যতে অন্য কেউ যদি তার ইচ্ছা মতো প্রসেস করে( হতেও পারে টাইমস অফ ইন্ডিয়া, ওদের কাছে কোন কপি নেই )।

      Delete
  2. প্রসেসিং যোগ্য লোকের হাতেই পড়েছে, এর বেশী আর কিছু বলার দরকার নেই :)

    ReplyDelete
  3. সোনা, হীরে আর দস্তা হয়ে গেলো, wait করে আছি নেক্সট কোন metal আসবে তার জন্যে !!
    Keep up the good work !

    ReplyDelete
    Replies
    1. মুক্ত রুপো এখনো বাকি ! ধন্যবাদ কুন্তলদা !!!!!

      Delete
  4. এরপর মনে হয় মুক্তোর সমুদ্র আসবে।এই তিনটে পরপর না পড়লে ভালো লাগে না। অনেক ধন্যবাদ এই পোস্টের জন্য।পুরান IJC গুলো কি আবার পোস্ট হবে?

    ReplyDelete
    Replies
    1. নীলদা মুক্তোর সমুদ্র কিন্তু শুকতারায় বের হইনি , তাই ভাবছি বইটা থেকে কি স্ক্যান করে দেবো ? আর আগের ইন্দ্রজাল গুলো আমার ব্লগে না দিলেও কোন একটা ব্লগে দেওয়া হবে !

      Delete
    2. এটা জানতাম না যে শুকতারায় বের হয়নি।বইতো অনেকবারই পড়েছি।ঠিক আছে পরের পোস্টের অপেক্ষায় রইলাম।

      Delete
    3. আচ্ছা , ধন্যবাদ।

      Delete
  5. indrada...........IJC kobe asbe?

    ReplyDelete
  6. INDRANILDAR INDRAJAL, APEKHA KORCHHI KATOKAL !

    ReplyDelete
  7. Anandamela Pujabarshiki te Father Flanagun bole ekta comics berie chhilo...karo kache thakle post karun...

    ReplyDelete