Friday, August 15, 2014

Post # 304 Nakshatraer Deshe Tutul by Arun Dey


                                                                   ডাউনলোড করুন





 আমাদের সময় ছিল না 'টেলিভিসন', আমরা 'ছোটা ভিম' বা 'ডোরেমন ' দেখিনি। প্রত্যেক মাসে  অপেক্ষা করে থাকতাম কবে 'পেপার ওয়ালা' একটা 'ঝলমল' বা 'শুকতারা' দেবে,কিছু স্মৃতিআজও   অম্লান ।শীতকাল বাড়ির পুকুর পাড়ে 'কলাবতী গাছের ঝোপের' সামনে  দাড়িয়ে স্নান করে গাঁ মুছছি , ও পার দিয়ে পেপার কাকু সাইকেল চালিয়ে যাচ্ছে, -আমি চিৎকার করে বলছি কাকু প্রত্যেক মাসে ১ টা করে শুকতারা চাই ! যদিও তখন আনুমানিক আমার বয়স ৪-৫ বছর।আজ কিন্তু ঐ পুকুর ও 'কলাবতী ঝোপ' কিছু ই নেই,বাড়ি হয়ে গেছে ওখানে, তবু ঐ যায়গাটার সামনে দিয়ে আসার সময় যেন কতকাল আগে হারিয়ে যাই। যাই হোক শুকতারার সঙ্গে আমার পরিচয় এই ভাবে ! যেন কতকালের বন্ধু... প্রথম বর্ষ প্রথম সংখ্যা থেকে থেকে প্রায় পুরটাই আছে আমার কাছে... ১৩৯৯ - ১৪০০ কয়েকটি সংখ্যা বাদ দিয়ে , তবে আসার কথা ১৩৯৯-১৪০০ মাঝে মাঝেই পাওয়া যায়......
প্রথম ২৬ বছর ছোট শুকতারা প্রকাশিত হয়। মানে ৩১২ টি । এর মধ্যেতি২৫২  টির প্রচ্ছদ অলংকরণ করেন বিভিন্ন শিল্পী। ও বাকি ৬০ টি ছোট শুকতারার কভারে হয়  কমিকস্‌  । 


বেশ কিছুদিন ধরে অনুভব করছিলাম যে এই পাতা হলুদ হয়ে যাওয়া শুকতারা,আনন্দমেলা  গুলো যদি আবার প্রথম থেকে বের হতো !!!! ইচ্ছা ছিল কিন্তু সময় ছিলনা, কিন্তু এবার বন্ধু 'সুকল্ল্যান রায়' 'ওয়াকার' মিলে এই উদ্যোগ নিল, প্রথম থেকে পর পর সংখ্যা অনুজাই বই গুলো দেওয়া হবে । ঠিক হোল যে গুলো আপাতত নেই সে গুলো পরে ঢুকিয়ে দেওয়া হবে । আমাদের নতুন ব্লগ  http://holudpata.blogspot.in আজ থেকে আপনাদের জন্য শুরু হোল।
প্রথম ৫১ টি বড় আনন্দমেলা,ছোট ১২৫ টি আনন্দমেলা দেওয়া হবে তাঁর পর অন্তত ২০০০ সাল  অবধি  আনন্দমেলা দেবার ইচ্ছা রইলো, সঙ্গে শুকতারা চতুর্থ বর্ষ থেকে ও দেব সাহিত্য কুটীরের
পূজাবার্ষিকী ক্রমঅনুযায়ী দেওয়া হবে।তাই 'সুকু 'কে অনেক ধন্যবাদ! প্রথম উদ্যোগ ওরই ছিল, সঙ্গে  'ওয়াকার' না থাকলে তো হতই না । আশা করি আমরা আপনাদের অনেক দিনের মনোবাঞ্ছা পুরন করতে পারবো। 





'নক্ষত্রের দেশে টুটুল' পুরো টা দেওয়া যে কতোটা চাপের সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি, ভাদ্র ১৩৮৯ শুকতারা বন্ধ হয়ে যায় ধর্মঘটের জন্য। আবার ফাল্গুন ১৩৮৯ সংখ্যায় শুকতারা চালু হয়, কিন্তু নক্ষত্রের দেশে টুটুল' পাওয়া যাচ্ছিলোনা, অনেক খুঁজে আশ্বিন ১৩৯০ সংখ্যাতে শেষ অংশ টুকু খুঁজে পাই । গল্পের সমস্ত অলংকরণ করে ছিলেন শ্রী নারায়ণ দেবনাথ ।



 

44 comments:

  1. দূর্দান্ত !! এবারে তাহলে 'দেবগিরির দানব'-টা হয়ে যাক - সময় করে.....

    ReplyDelete
    Replies
    1. একটা ব্যাপার, আগে কিন্তু "অভিসপ্ত মূর্তি" টা দিতে হবে , কারন দুটো গল্পর লেখক ও নায়ক এক। একটা না পড়লে আর একটার মজা লাগবে না । শিগ্রহি দুটোই পাবে । আর আমাদের নতুন ব্লগ কে একটু উৎসাহ দাও ।

      Delete
    2. ও কথা বোলো না হে - সবার আগে কমেন্ট আমার :)

      Delete
    3. ঠিক ! ঠিক ! ঠিক !

      Delete
  2. 'হলুদ পাতা' অক্ষয় হোক !!!

    ReplyDelete
  3. হাঃ...হাঃ......হাঃ ,ধন্যবাদ ।

    ReplyDelete
  4. Indra da arekta durdanto upload

    ReplyDelete
  5. Indrada onek onek subhecha, amar sapnota apnara puron koredilen

    amar khub e icha eisob evergreen boi guloke songrokhon kore rakhar

    amar kaj onek sohoj hoye galo

    abar dukkhotao 100gun beregalo

    experience er abhabe boigulo halai pore ache amar kache

    ReplyDelete
    Replies
    1. যদি কখনো হার্ড কপি র দরকার পড়ে ,সেটা তোমার থাকে , তবে চাইবো !

      Delete
    2. abossoi, sonrokhone kono bhabe angsogrohon korte parle nijeke bhaggoban mone korbo
      :)

      Delete
  6. INDRANATHDA, NAKHOTRER DESHE TUTUL AMAR PORAR ICHHE CHHOTOBALAR. KINTU TAKHON TEKHE PENDING CHHILO. PROTHOM CHHOBITA AKHON OBDI MONE ACHHE. PRACHUR DHONNOBAD.

    CHHOTOBALAR AKTA ANONDOMELAY PORECHHILAM DR TALUKDAR, PAGOLKHANAR DAKTAR, MANUSHER BRAINER OPOR KICHHU AKTA APORADH KORCHILO. NAMTA BHULE GECHHI. JODI AKTU SHAHAJYA KAREN. AR GALPOTA KOTHAI PETE PARI.

    AR AKTA REQUEST. INRAJALER POSTING TA KOBE PABO. JIBONTO PATALPURIR NUMBER TABE TO ASHBEY!

    ReplyDelete
    Replies
    1. আমিও নাম টা মনে করতে পারছি না ! পারলে নাম টা যানাও ! আর ইন্দ্রজাল স্ক্যান করা আছে কিন্তু এডিট করা বাকি ! আর মধ্যে শুরু করবো !

      Delete
  7. darun post vai ............... darun post ................

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ রঞ্জন দা !

      Delete
  8. Replies
    1. ধন্যবাদ ওয়াকার !

      Delete
  9. http://boicollector.blogspot.in/
    Eta dekhechen.....ekhane o onek pujabarshiki ache,tobe por por noe.
    http://koel1bd.blogspot.in/
    Ekhane o tai
    Nokhotrer Deshe Tutul almost 20-25 bochor age porechilam...sobkota sonkha pai ni....kintu segulo akhono ache....ebar purota porte parlam.......Dhonnobad Indranath Babu

    ReplyDelete
  10. দীপংকর বাবু, অনুগ্রহ করে এই ধরনের ব্লগ(যারা শুধুমাত্র বই "সংগ্রহ" করে) তাদের সাথে ইন্দ্র'র এই প্রচেষ্টা কে এক করবেন না !! নেটে এই ধরনের ব্লগ একাধিক আছে যারা শুধু অপরের স্ক্যান করা বই পোস্ট করে, আলাদা করে এদের নাম নেওয়া মানে সময় নষ্ট !!

    কোথাও যদি কেউ অরিজিন্যাল পোস্ট না করে তবে এই ব্লগ গুলির ভবিষ্যত কি বলতে পারেন ???

    ReplyDelete
    Replies
    1. Thik bolechen! Eder kono vobissot nei.
      Ami prothom net e Indrajal pai "Jhargramdevil" er blog e.....bolte paren o ki abar fire asbe?

      Delete
    2. দীপঙ্কর বাবু আমরা অন্য কারুর স্ক্যান তো দুরের কথা লাইব্রেরী র বই অবধি নেই না ! সব আমাদের বই । সুকুর মতো এক্সপার্ট ছিল বলে "হলুদ পাতা "ব্লগে স্ক্যান এতো সুন্দর হচ্ছে !
      ঝাড়গ্রাম ডেভিল হচ্ছে পথ প্রদর্শক, আমি শুনেছি ওরকম মানুষ হয়না ।

      Delete
    3. jhargramdevil amader moto nostalgic reader der kache bhogobaner dut er moto chilo... echarao pbands o chilo... arekta khub bhalo source chilo bangla torrents.com

      Delete
  11. আমি কয়েকদিন আগেই ডাউনলোড করেছিলাম। আজ পড়া সম্পূর্ণ হল। দুর্দান্ত লেগেছে। এইসব উপন্যাস কেন যে বই হয়ে বের হয় না কে জানে? এটা আমার পড়া সবথেকে সেরা কল্পবিজ্ঞানের উপন্যাস। সত্যজিতের শঙ্কুর সাথে তুলনা করা যায়।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ,আমি চেষ্টা করছি এই রকম আরও কিছু ব্লগে তুলেধরার !

      Delete
    2. Ami to er sesh er dike Sunil Gongopadhaya er "Sobuj Dwip er Raja" r mil khuje pai...tarpor tutul er mastermosai kothae je galo bojha jachhe na

      Delete
    3. একদম আপনি আমার মনের কথা আমার টা বল্লেন!

      Delete
    4. NAKHRATA DESHE TUTUL BOI AKARE BERIECHHILO UJJAL SAHITYA MANDIR THEKE

      Delete
  12. অসাধারণ একটা উপন্যাস। খুব ভালো লেগেছে। এই লেখকের আরো গল্প চাই দাদা।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, কিন্তু এই লেখকের আর কোন উপন্যাস কিন্তু আমি আর কোন পত্রিকায় দেখিনি ! পারলে জানাবেন কোথাও আছে কিনা !

      Delete
  13. IJC er janna anek dhanyabad, amar nijer besh kichu collection chilo kin2 kibhave jani na missing hoye gache, ei blog notun kore peye khub e bhalo laglo. Apnader notun blog Holudpata o khub sundor hoyeche, darun udyog. Tabe majhe majhe akhane IJC dite bhulben na, 17 abong 23 no. ta dile badhito thakbo.

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ সুব্রত বাবু , কদিন কাজে বাস্ত থাকায় ইন্দ্রজাল দিতে একটু দেরি হচ্ছে !

      Delete
    2. Indrajal chara dastar aangti O কবন্ধ বিগ্রহের কাহিনী download kore para suru korlam, parar por mone porlo a duto kahini-e aage partly porechilam shuktaray. Bhalo laglo. Kin2 akta choto avijog aache, কবন্ধ বিগ্রহের কাহিনী ne majhkhane besh kichu page size a choto scan hoye gache, pora galeo, baki page gulor sathe thik adjust hochche na. Arokom kahini future aaro asha kori. Dhanyabad neben.

      Delete
    3. আচ্ছা দেখেনিচডেখে!!

      Delete
  14. দীর্ঘ অপেক্ষার অবসান। একটা দারুন পোস্ট পেলাম ভাই ইন্দ্র। তোমাকে ধন্যবাদ। তোমার জন্যই এই অসাধ্য সাধন সম্ভব হল। আপনাদের নতুন ব্লগ হলুদ পাতা অক্ষয় হোক এই শুভকামনা রইলো।

    ReplyDelete
  15. ধন্যবাদ আয়নদা, দিতে পেরে আমিও খুশি !

    ReplyDelete
  16. Durdanto. Chotobelai porechi shuktarai. Onekdin pore dekhe khub valo lagche. Purano boi er dokan ghure purano shuktara kichu jogar korechilam. Sekhane 'Nokhhotroder dekhe tutul' kichuta peyechilam. Purota peye khub valo lagche

    ReplyDelete
  17. নমস্কার - আপনাদের এই প্রচেষ্টা কে অসাধারণ বললেও কম বলা হবে - কিন্তু দেব সাহিত্য কুটির এর পুরনো পূজা বার্ষিকী কি পাওয়া যাবে? কি করে দেবেন জানি না - কিন্তু যদি দেওয়া যায় তো সেটা একটা ভীষণ ভালো হবে।

    ReplyDelete
  18. KE AAPNARA JANI NA. KINTU.......MUKHABANDHA PORE MONTA HATHAT ANEK BACHHAR AAGE FIRE GYALO........ KATO KI HARIYE GECHHE.........JADI EK BARER JANYA FIRTE PAARTAM.............EI BLOGTA BOOKMARK KORCHHI........AAJ PONCHAS BACHOR BAYASE KI SEI NATUN SUKTARAR GANDHO FIRE PABO? SEI ROVARSER ROY.....SDASHIB....GABLU....BATUL...HADABHODA.....................................AAPNADER BHALO HOK,

    ReplyDelete
  19. Dada khub bhalo udyog... ami bigoto 20 bochor dhore suktara nichhi... somoyer sathe sathe ekhon sudhu pujo sonkhya gulo y newa hoi.. ager patrikar lekhar man ba qualityr ekhon kichui pray obosisto nei.. age proti bochor opekkha kore thaktam pujo sonkhyay santipriyo bandyopadhyay er mou-babu r kikir adventure, sanjib singha r bikramda r shomi, anish deb er sci fi uponyas er jonno...
    Jodi purono sonkhya gulo ekhane upload koren kritoggo thakbo

    ReplyDelete
  20. Indra Da & Others,
    khub chotobelai aakta Si-Fi golpo porechilam naam CHONGA writer Adrish Bardhan. Probably Kishor Bharati te beriachilo. Keu ki sandhan dite paren?

    ReplyDelete
  21. আমি তখন ক্লাস টু তে পড়ি। মা পড়ে শোনাত। আজ আবার হাতে পেয়ে আমি আমার ছোট মেয়ে যে ক্লাস টু তে পড়ে তাকে শোনাব । ধন্যবাদ আপনাদের।

    ReplyDelete
  22. ছোটবেলায় পড়েছিলাম। আজ আবার পড়লাম। খুব ভাল লাগল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete