হাই কয়লাটি পি ডি এফ আপডেট ১৩.০৮.২০২৫
আজ বেতালের দুর্দান্ত অভিজান ... ঘড়ি মিলিয়ে ডাঙ্গালার বন্দর শহর মৌইটনে প্রমোদ তরণী থেকে একটি দল নেমে এল , চলল গুলি... মৌইটন ব্যাঙ্কে হয়ে গেল বিশাল ডাকাতি ,ডাকাতরা দুজন সাধারন মানুষ ও একজন ব্যাঙ্কের প্রহরী কে বিনাকারনে গুলি করে মারল...এবং সঠিক সময়ে প্রমোদ তরণীতে উঠে পালাল।বেতাল এই ঘটনার খবর পেয়ে পিছু নিলো এস,এস, কালাব্রা জাহাজের পিছনে ...তারপর...
ইন্দ্রদা - সম্রাট জুনকর-কে নিয়ে কোনো গল্প কি বই হিসাবে বার হয়েছিলো ? সাপ্তাহিক দেশে অনেকবছর আগে একটা গল্প পড়েছিলাম যেখানে সম্রাট জুনকর একবার তাঁর দেশের অবস্থা দেখার জন্যে রাতে ছদ্মবেশে বার হয়েছিলেন। পানশালায় গিয়ে তিনি মদ্যপ অবস্থায় বেহুঁশ হয়ে পড়েন। তাঁর এই অবস্থার সুযোগ নিয়ে দুই দাস ব্যবসায়ী তাঁকে বিক্রি করে দেয় এক জাহাজের দাঁড়-টানা নাবিক হিসাবে। সেখানে বেয়াদপির শাস্তি হিসাবে তাঁকে সমুদ্রে হাত-পা বেঁধে ফেলে দেওয়া হয়, আর অরণ্যদেব সে সময়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তাঁকে হাঙ্গরের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসেন। এই গল্পটা কি কখনো বই হিসাবে বার হয়েছিলো ?
ReplyDeleteওটা ইন্দ্রজাল কমিকস্ ২৭১ নম্বর সাংখা । ঠিক সময় পোস্ট করবো।
DeleteWonderful - Thank You !!
DeleteWonderful - Thank You !!
DeleteWonderful - Thank You !!
DeleteOnek Dhonyobad Indra Da. :)
ReplyDelete