Thursday, December 5, 2013

Post # 126 Bengali Indrajal Comics No.122

                                                                      ডাউনলোড করুন             

 

 পি ডি এফ আপডেট

২৫.০২.২০২৩

      আজ পড়ছেন ৮ এর দলের সঙ্গে ইন্দ্রজাল কমিকস্‌ এ ম্যানড্রেকেড় দ্বিতীয় সংঘর্ষ ।

                                                            




                                       

9 comments:

  1. Mandrake porechilo 8-er Khoppore...tobe o nijeke Mukto korechilo...Ar amra porechi Indrajal-er Khoppore but...I DON'T THINK er theke ei life-time e mukti ache bole!! :)) Unless of course alzimer etc happens!!
    Ki bolen dosto??

    ReplyDelete
    Replies
    1. সত্যি বলতে কি…. আমরা ইন্দ্রজালের খপ্পর থেকে মুক্তি পেতে চাই ও না।

      Delete
  2. Replies
    1. হোজো বই গুলো নিয়ে অনেক চর্চা করে।

      Delete
  3. @হোজো, একদম সঠিক :-)

    ReplyDelete
    Replies
    1. কোন বই এ কি আছে হোজোর মু্খস্ত

      Delete
  4. ইন্দ্রবাবু, হোজোবাবু ;) এবং আরো অনেকে হলুম গিয়ে Special "ইন্দ্রজাল-গবেষক" এবং তাও নিজেদের খরচে (both money and time/energy)!!! :))

    ReplyDelete
  5. ইন্দ্রানাথদা,
    আশির দশকের দিকে "সাপ্তাহিক দেশ" ম্যাগাজিনে যখন অরণ্যদেব বার হতো, তখন একটা গল্প পড়েছিলাম যেখানে সম্রাট জুনকর তাঁর রাজ্যের প্রজারা কেমন আছে তা দেখার জন্যে ছদ্মবেশে বার হন। পরে একদল দাস ব্যবসায়ীর হাতে পড়ে প্রচুর মদ্যপান করে অচেতন হয়ে যান। তারা সম্রাটকে চিনতে না পেরে বিক্রি করে দেয় জাহাজের দাঁড় টানা শ্রমিক হিসাবে। জুনকর প্রতিবাদ করে লড়াই শুরু করলে, তাঁকে শাস্তি দেওয়ার জন্যে তাঁর দুই-পা দড়িতে বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়। বেতাল তাঁর খোঁজে পিছু ধাওয়া করতে করতে শেষ পর্যন্ত সমুদ্রের গভীরে গিয়ে, হাঙ্গরের সাথে লড়াই করে তাঁকে বাঁচায়। এই গল্পটা মনে হয় বই আকারেও বার হয়েছিলো। তোমাদের কারোর কাছে আছে এই গল্পটা?

    ReplyDelete
  6. ১.কুন্তলদা এই বই টা আমার আছে।ইন্দ্রজাল নাম্বার হোল ২৭১।নাম “ছদ্মবেশী সম্রাট”। তবে আর ১৪৪ টা সংখ্যা পরে বেরহবে।
    ২.আর "দস্তার আংটি" গল্পটার ১ টি শুকতারা বাদে সবকটা আমার আছে, মাঘ ১৩৭৭ টা পেলেই ওটা ব্লগ এ দেব।
    ৩. "রোভার্সের রয়" ও সদাশিব পুরটা করা খুবি কঠিন তবু দিনের পর দিন চেষ্টা চালাচ্ছি সংগ্রহ করবার।

    ReplyDelete