Sunday, October 6, 2013

Post # 76 Sresthir Ratna Bhandar By Pratul Chandra Bandyapadhay


                                                                       ডাউনলোড করুন

                                                           


 আজ থাকছে  তাঁর একটি বিখ্যাত কমিকস্‌ ... প্রথম প্রকাশ হয়েছিল দেব সাহিত্য কুটিরের পূজা বার্ষিকী 'শারদীয়া'তে, প্রকাশ কাল ১৩৬৮ অর্থাৎ ১৯৬১ সালে... পরে দেব সাহিত্য কুটিরের  'ছবিতে অ্যাডভেঞ্চার' বই তে প্রকাশ পায় কমিকস্‌ টি।









                প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়

'প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়' 'মাহেরপুর' সাবডিভিসনের আন্তরগত 'হৃদয়পুর' গ্রাম এ(বাংলাদেশ)
১১ নভেম্বর ১৯০২ সাল(১৩০৯ সাল ২৫ কার্ত্তিক) জন্মগ্রহন করেন। তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে চতুর্থ  সান্তান।
 বাবা 'নাগেন্দ্রনাথ' রেলের কর্মী ছিলেন। তার যুবক বয়ে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কাটে,পরে নবদ্বীপে পাকাপাকী ভাবে বাস করতে থাকেন।


 
ছোটবেলা থেকে আঁকার প্রতি তার খুব ঝোঁক ছিল। রাংপুর(সৈয়দ পূর) high school পড়ার সময় তার  (১৯১৫) জীবনে শিল্প ভিত্তি প্রথম পত্তন হয়।বিলিতি ম্যাগাজিনএ বড় বড় শিল্পি দের তেল রং  ,জল রং বা Pastel এর কাজ বার হত যা তিনি গভির আগ্রহ নিয়ে লক্ষকরতেন,এবং দিনের পর দিন নকল করতেন। এই সময় তিনি তার মাস্টার মশাই পরেশচন্দ্র মজুমদার এর সাংস্সশে আসেন, তিনি তাঁর প্রথম শিক্ষা গুরু।
  'পরেশচন্দ্র' তখনকার কালের Art School এর একজন নামকরা ছাত্র এবং
জল রং  এর অপূর্ব দাক্ষতার জন্য সোনা ও রুপার পদক পান।ওনার কাছে সেখার
সময় গোড়ে ওঠা বুনিয়াদ জীবনএর শেষ দিন পর্যন্ত আক্ষুন্ন ছিল।এর পর 'দিনাজপুর' 
জেলা School থেকে Metric পাস করবার পর কলকাতায় আসেন ও পরেশচন্দ্রর সাথে
Art School এর সহকারি অদ্ধক্য জামিনীপ্রকাস গঙ্গপাধায়ের  সারকুলার রোডের
বাসভাবনে দেখা করতে যান,জামানী বাবু তার আঁকা ছাবি দেখে মুগ্ধ হন, ও Art College
  ভর্তি হতে বলেন পরদিনই..।।আর প্রথমেই Second Year এ ভর্তি করে নেন। Art College
এর ৬ বছরের পাঠক্রম তিনি ৩ বছরে শেষ করেন ও কর্মক্ষেত্রে প্রবেশ করেন।
এর পর তিনি 'আবনিন্দ্রনাথ ঠাকুরের' সংস্পর্শে  আসেন। 

তার  শিল্প শাধনা প্রায় বিরামহীন,যা তিনি আঁকতেন,তা কোন দিন তার মনপুতঃ হতো না।
জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন কি করে নিখুত করা যায়।
কর্ম জীবনেIllustrator  হিসাবে খ্যাতি লাভ করেন।দেব সাহিত্য কুঠির,শিশু সাহিত্য
সংসদের সাথে যুক্ত ছিলেন।ছবি আঁকা ছড়া  শিশু সাহিত্যিক হিসাবে খ্যাতি লাভ করেন।

ছোটদের জন্য তাঁর লেখা গল্প সমাদর লাভ করে ও বই হিসাবে কিছু কিছু বেরহয়।
তিনি প্রচার বিমুখ ছিলেন,তাই যতটা সমাদর পাওয়া উছিত ছিল তিনি তা পাননি।
জ্যোতিষ শাস্ত্রে তার প্রগাড় জ্ঞান ছিল। 
প্রতুল চন্দ্র কলকাতায় ওয়েলিংটন এ হিন্দ cinema কাছে থাকতেন।
শৈল চক্রবর্তী ,সমর দে,বলাই বান্ধু রায় এরা প্রতুলচন্দ্রর সমসাময়ি ছিলেন।
মহা প্রতিভার মৃত্যু ১৫ ই ফেব্রুয়ারী ১৯৭৪(বাংলা ৩রা ফাল্গুন ১৩৮০)।

                                                           
                                                        
                                                     

8 comments:

  1. thanks fr d 2 rare collection
    bangla comicse mone hoi ai blogtai sobkichutei onyoder theke koek hajar pa agie ...... thanks

    ReplyDelete
  2. @ranjanda thanks,,banglay prothom post ata,..tai banan samassha ekta royagache...ota astay astay thik hobay.....

    ReplyDelete
  3. @INDRA bloger postgulo mone hoi alada kore labeling/ tag kora nei jemon aronyodeb ba mandrake ba MAYUKH CHOUDHURI , tahole search korte subidha hobe , karon ai koek masei 75 ta post hoe galo jara notun asbe tader khub subidha hobe ...... pochonder boi / comics khuje pate

    ReplyDelete
  4. এইতো ইন্দ্রদা বাংলাতে লিখেছো।কী software পেলে?পূরানো দূর্লভ কমিকস্ post করার জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  5. Indrada...post ta darun,sudhu kichu word ke edit koro...

    ReplyDelete
  6. @ranjanda ota somay niya korbo ekdin @sukanta avro key bord deya korchi bangla type. @hojo ogulo kichutay parchina avro keyboard deya..

    ReplyDelete
  7. @Indrada: Use Avro's 'Click n Type' option(4th key from the left) which is much better!try it...

    ReplyDelete