Thursday, September 19, 2013

Post # 60 Bengali Indrajal Comics No.55


                                                                        
                                                                                 
                                                                        ডাউনলোড করুন
                

 
 
 
 পি ডি এফ আপডেট
১১.১১.২০২১.
এই বই টি পরে 'ইতিহাসের দুঃস্বপ্ন' নামে রি-প্রিণ্ট হয় ! 



আটে অষ্ট বসু  আমার অনুরোধে ব্লগের জন্য লিখছেন কমিকস গবেষক শ্রী শুভাগত  বন্দ্যোপাধ্যায় ।

আট এ অস্টবসু
----------------
ম্যানড্রেকের অন্যতম প্রধান শত্রু আট এর অক্টোপাসের মত আটটি বাহু বা শাখা ছিল। ম্যানড্রেকের সাথে বিভিন্ন ঘটনায় তাদের সংঘাত হয়েছে, ধ্বংশ হয়েছে এক একটি করে বাহু।

প্রথম বাহু
----------
The Sign of 8 (হোমসের সাইন ইফ ফোর কে মাথায় রেখে নামকরণ ?)
এটি 129তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1969 সালে #77 হিসেবে The Treacherous Gang নামে। বাংলায় #55 রহস্যময় ৮ ।
পরে 1985 সালে V22N39 এ The Claws of Treachery নামে পুনর্মুদ্রণ। বাংলায় ইতিহাসের দুঃস্বপ্ন ।
এই গল্পে ৮ এর প্রথম বাহু ধ্বংস হয়েছিল।

দ্বিতীয় বাহু
-----------
The Trail of 8
এটি 132তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1971 সালে #144 হিসেবে The Mysterious Eight নামে। বাংলায় #122 ৮-এর খপ্পরে ।
পরে 1985 সালে V22N47 এ The Death Knell নামে পুনর্মুদ্রণ। বাংলায় মরণের ডাক ।
এই গল্পে ৮ এর দ্বিতীয় বাহু ধ্বংস হয়েছিল।

তৃতীয় বাহু
-----------
Trail of the Pusher
এটি 151তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1973 সালে #195 হিসেবে Messengers of Death নামে। বাংলায় #173 ৮-এর তৃতীয় বাহু ।
পরে 1987 সালে V24N42 এ The Secret Crime Ring নামে পুনর্মুদ্রণ। বাংলায় গোপন পাপচক্র ।
এই গল্পে ৮ এর তৃতীয় বাহু ধ্বংস হয়েছিল।

চতুর্থ বাহু
-----------
৮-এর চতুর্থ বাহু নিয়ে কোনো গল্প নেই

পঞ্চম বাহু
-----------
এই বাহু নিয়ে দুটি গল্প আছে।

ক) The Bribe
এটি 141তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1972 সালে #163 হিসেবে The False Will নামে। বাংলায় #141 আবার ৮-এর খপ্পরে ।

খ) The Murder Contract
এটি 192তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1987 সালে V24N15 হিসেবে The Sinister Bait নামে। বাংলায় অশুভ প্রলোভন । 

এই গল্পদুটিতেই ৮-এর পঞ্চম বাহু ধ্বংস হয়েছিল।

ষষ্ঠ বাহু
-----------
এই বাহু নিয়ে তিনটি গল্প আছে।

ক) 8
এটি 168তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1979 সালে #327 ও #328 হিসেবে Mandrake Faces the Octon নামে। বাংলায় #305 ও #306 জাদুকরের পরীক্ষা (বাঘার কাহিনীর সাথে) ।

খ) Hojo and 8
এটি 175তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1982 সালে #411 হিসেবে The Sinister World of 8 নামে। বাংলায় #388 গোখরোর নিঃশ্বাস ।

গ) The Executioner from 8
এটি 197তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1988 সালে V25N30 ও V25N31 হিসেবে Claws of the Killer নামে। বাংলায় মরণের থাবা ।

এই তিনটি গল্পেই ৮-এর ষষ্ঠ বাহু ধ্বংস হয়েছিল। কেন এই রকম তিনটি গল্প, তা বলা মুশকিল।

সপ্তম বাহু
-----------
এই বাহু নিয়েও দুটি গল্প আছে।

ক) Dr Dell and 8
এটি 136তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1975 সালে #226 হিসেবে Gigantic Octopus নামে। বাংলায় #204 রাক্ষুসে অক্টোপাস ।
পরে 1986 সালে V23N10 এ The Hideous Underworld নামে পুনর্মুদ্রণ। বাংলায় অন্ধকারের পৃথিবী ।

খ) The Gift from 8
এটি 203তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #7 ও #54 হিসেবে এবং কমিক ওয়ার্ল্ডে #37 এ প্রকাশিত হয়েছিল। ততদিনে ইন্দ্রজাল বন্ধ হয়ে গেছে।

এই দুটি গল্পেই ৮-এর সপ্তম বাহু ধ্বংস হয়েছিল।

অষ্টম বাহু
-----------
Return of the Clay Camel
এটি 207তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #9 ও #56 হিসেবে প্রকাশিত হয়েছিল।

এই গল্পে ৮-এর অষ্টম বাহু ধ্বংস হয়েছিল।

কিন্তু বেঁচে গেল দলের মাথা অক্টন।

অতঃপর অক্টন
----------------
ক) The Book of Criminals
এটি 211তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকস ডাইজেস্ট এ  দুবার, 1994 সালে #17-#20 হিসেবে, এবং 1998 এ #66 হিসেবে প্রকাশিত হয়েছিল।

এই গল্পে অক্টনএর স্বরূপ প্রকাশ পেলেও সে আবার পালালো।

খ) The Secret Mission
এটি 231তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ভারতেও অন্য কোথাও বেরোয়নি।

এই গল্পে ৮-এর পুনরাবির্ভাব ঘটলেও পরে দেখা যায় অন্য কেউ ৮-এর নাম করে নাশকতামূলক কাজকর্ম করছে।                                                      
                                                         
                                   


2 comments: