Friday, July 18, 2025

Post # 1185 Mr. Gargari

                                                                   ডাউনলোড করুন
                               

 

  ১৯৯৭ সালে গিগ্‌ল কমিকস্‌ কম্পানি বলে একটি সংস্থা মিঃ গড়গড়ি  বলে একটি কমিকস্‌ প্রকাশ করে তৎকালীন বইটির মূল্য ছিল ৪৫ টাকা ,এই কম্পানির আর কোন কমিকস্‌ পরে আর দেখতে পাইনি , বইটি এখন পাওয়া যায় না , যদি কোনদিন আবার প্রকাশিত হয় তা হলে এর লিংক ডাউন করে  দেওয়া হবে ।  

***********************************************************************************

              ৪০১-৪২০ লেবেলের মধ্যে যে বই গুলি নতুন করে পি ডি এফ আপডেট করা হল ঃ-

৪০১,৪০২,৪০৩,৪০৪,৪০৫,৪০৬,৪০৭,৪০৮,৪০৯,৪১০,৪১১,৪১২,৪১৩,৪১৪,৪১৫,৪১৬,৪১৭,৪১৮,৪১৯ ও ৪২০ 

************************************************************************************

                                            




Tuesday, July 15, 2025

Post # 1184 Bete Oronyodeb

                                                                    ডাউনলোড করুন
                                                             

 ৯ম বেতাল ছিলেন ভয়ানক শক্তিশালী তাঁর কথা ইন্দ্রজাল কমিকস্‌ এ ও উল্লেখ আছে ,তবে তিনি যে বেঁটে  ছিল সেটা দেওয়া ছিল না ,যুগ যুগ ধরে বেতালদের বহু নামে ডাকা হতো ,তার মধ্যে একটি 'পূবের আঁধারের রক্ষক' ,৯ম বেতাল প্রথম 'জালের মূর্তি' ঠেলে ফেলে দিয়েছিলেন


,এত প্রচণ্ড শক্তি ছিল তাঁর,এর পরথেকে  বেতালদের 'পূবের আঁধারের রক্ষক' বলা শুরু হয় ( অরণ্যের শান্তিদাতা ২৯৭,২৯৮ নম্বর ইন্দ্রজাল )   
ইন্দ্রজাল এডিট করার কাজ করছি , একটা বড় পরিমাণে আপ লোড করার পর নতুন একটি পোস্টের সাথে নম্বর গুলি দিয়ে দেব । টাকা দিয়ে কেউ পি ডি এফ কিনবেন না ।
                   


বেতালের কমিকস্‌ গুলি আনন্দ পাবলিশার্সে অরণ্যদেব নামে প্রকাশিত হতো ,এই ব্লগে অরণ্যদেব বলে একটি 'লেবেল' তৈরি করা আছে ,সেখানে 'ক্লিক' করলে আরও দুটি গল্পের পি ডি এফ ডাউনলোড লিংক পাবেন , প্রসঙ্গত বলে রাখি বেঁটে নবম বেতালের কমিকস্‌ টি মিঃ ওয়াকার প্রথম ওঁর ব্লগে দিয়েছিল কিন্তু বেশ কিছুদিন আগে টেলিগ্রাম চোর দের দলের চুরি দেখে ওয়াকার ব্লগ বন্ধ করে দেয় , কিছু লোক আমাদের ব্লগার দের বই চুরি করে টেলিগ্রামে দিয়ে নিজেদের বিরাট কমিকস্‌ প্রেমি বলে দাবি করছে ...সে সব  পাতকুয়ো গুলোতে তাদের কথা বার্তা পড়ে অবাক হতে হয় ,বাপরে বাপ কি দাপট ...কি রং । যাইহোক এটি স্ক্যান করার সময় দুটি পাতা ছেড়া ছিল ,ওয়াকারের অনুমতি নিয়ে ওঁর থেকে পাতা দুটি নিয়ে যোগ   দিলাম ।