ডাউনলোড করুন
এদের প্রশ্রয় দেবেন না , সমস্ত পি ডি এফ বিনে পয়সায় পেয়ে যাবেন , এবং অনেক উন্নত মানের । নিজে পড়ুন সাথে ব্লগ এর এড্রেস টি ফেস বুকে শেয়ার করে বন্ধুদের ও পড়ার সুযোগ করে দিন ।

অনেকে যারা ভাবছেন আমি হয়তো পি ডি এফ বিক্রি করছি ,তাদের উদ্দেশ্যে জানাই এতটা নিন্ম রুচির নই যে পি ডি এফ বেচে খেতে হবে , একেবারে নিন্ম স্তরের জারজ সন্তান এরা , বাপ খ্যাদানো , এছাড়া ইনকাম করার গতি নেই এদের ।
১৬.০৫.২০২৫ তারিখে ১৫১-২০০ মধ্যে ৭ টি - ১৫১,১৫২,১৫৪,১৫৫,১৫৭,১৫৮,১৫৯ নম্বর ইন্দ্রজাল আপ লোড হয়েছে ,ইন্দ্রজাল কমিকস্ ১৫১-২০০ লেবেল এ গিয়ে ক্লিক করলে ওই লেবেল খুলে যাবে ও বইগুলি দেখতে পারবেন ,আপডেট বলে লেখা দেখতে পাবেন ও আপডেট এর তারিখ ও লেখা দেখতে পাবেন ।
মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর এবং একজন প্রভাবশালী ধর্মীয় শিক্ষক। তিনি ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কাছে কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন এবং 72 বছর বয়সে পাওয়াপুরীতে মারা যান। মহাবীর ছিলেন ক্ষত্রিয় রাজবংশের সদস্য এবং তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মায়ের নাম ছিল ত্রিশলা। তিনি আঠারো বছর বয়সে গৃহত্যাগ করেন এবং কঠোর তপস্যা ও সাধনার মাধ্যমে কেবলা জ্ঞান অর্জন করেন। মহাবীরের শিক্ষা ও আদর্শ জৈন ধর্মের মূল ভিত্তি স্থাপন করে এবং তিনি অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহের মতো গুরুত্বপূর্ণ নীতিগুলি প্রচার করেন