Sunday, May 18, 2025

Post # 1182 Amarchitra Katha 082


                                                                      ডাউনলোড করুন 

 

 এদের প্রশ্রয় দেবেন না , সমস্ত পি ডি এফ বিনে পয়সায় পেয়ে যাবেন , এবং অনেক উন্নত মানের । নিজে পড়ুন সাথে ব্লগ এর এড্রেস টি ফেস বুকে শেয়ার করে বন্ধুদের ও পড়ার সুযোগ করে দিন ।



 

                               

 


অনেকে যারা ভাবছেন আমি হয়তো পি ডি এফ বিক্রি করছি ,তাদের উদ্দেশ্যে জানাই এতটা নিন্ম রুচির নই যে পি ডি এফ বেচে খেতে হবে , একেবারে নিন্ম স্তরের জারজ সন্তান এরা , বাপ খ্যাদানো  , এছাড়া ইনকাম করার গতি নেই এদের ।  


 

 

 

 

 

 

 

 

১৬.০৫.২০২৫ তারিখে ১৫১-২০০ মধ্যে টি - ১৫১,১৫২,১৫৪,১৫৫,১৫৭,১৫৮,১৫৯ নম্বর ইন্দ্রজাল আপ লোড হয়েছে ,ইন্দ্রজাল কমিকস্‌ ১৫১-২০০ লেবেল এ গিয়ে ক্লিক করলে ওই লেবেল খুলে যাবে ও বইগুলি দেখতে পারবেন ,আপডেট বলে লেখা দেখতে পাবেন ও আপডেট এর তারিখ ও লেখা দেখতে পাবেন ।

     

                               মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর এবং একজন প্রভাবশালী ধর্মীয় শিক্ষক। তিনি ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কাছে কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন এবং 72 বছর বয়সে পাওয়াপুরীতে মারা যান। মহাবীর ছিলেন ক্ষত্রিয় রাজবংশের সদস্য এবং তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মায়ের নাম ছিল ত্রিশলা। তিনি আঠারো বছর বয়সে গৃহত্যাগ করেন এবং কঠোর তপস্যা ও সাধনার মাধ্যমে কেবলা জ্ঞান অর্জন করেন। মহাবীরের শিক্ষা ও আদর্শ জৈন ধর্মের মূল ভিত্তি স্থাপন করে এবং তিনি অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহের মতো গুরুত্বপূর্ণ নীতিগুলি প্রচার করেন






Thursday, May 15, 2025

Post # 1181 Amarchitra Katha 049

                                                           

                                                                               ডাউনলোড করুন

 

 না বন্ধুরা এই রকম 'বেজন্মার' মতো কাজ আমার নয় , শেষ ৪-৫ দিনে আমার কাছে প্রচুর ফোন , মেসেজ  এসেই চলেছে যে এটি আমার করা কিনা , একজন বন্ধু আমার করা ভেবে ভুল করে কিনে নিয়েছেন ,আমি সকলকে জানিয়ে দিয়েছি যে এই 'পতিতার' সন্তান আমি নই ,  আজ ১৫.০৫.২০২৫ আমি ৯ টি ইন্দ্রজাল হাই কোয়ালিটি তে নতুন ফাইল আপ লোড করলাম, ১০৬,১০৭,১৩১,১৩২,১৩৩,১৪১,১৪৩,১৪৪,১৪৯ , সকলে ডাউনলোড করে নিন ,আমি সকলের পরামর্শে মতো ৭৮০ বই পুরটাই আপলোড করে দেব কিছু দিনের মধেই ,আমার ই বই  চুরি করে ব্যবসা করবে সেটা তো সহজে মেনে নেবো না, আমার নির্জন ও পিব্যান্ডস এর করা সমস্ত বই দেওয়া হয়েছে,নির্জন এর করা বই গুলো ও  স্ক্যান আমার ই করা, কিছু বই  জল ছাপ ছাড়া নির্জন ব্লগে দিয়ে ছিল, এর মতো জারজদের ব্যাবসা বন্ধ করতে হবে ,এই রকম চিটিং করে বোধহয় এর বাপ দাদু রা  ও  চলত, এদের মত বেজন্মা দের basically লজ্জা বলে কিছু  থাকে না, যে ফাইল গুল দিচ্ছে তার থেকে উন্নত মানের পি ডি এফ দেওয়া শুরু করে দিয়েছি , এই --সন্তান ডাউনলোড করে নামিয়ে নতুন করে দিতে দিতে আপনারা ও নতুন ফাইল পেয়ে যাবেন ,আর এর থেকে টাকা দিয়ে কিনবার দরকার নেই ।  এই জারজ সন্তান চাঁদ মামা র  পি ডি এফ ও এই রকম বিক্রি করছে ,এর আই পি ট্রাক করে ধরতে পারলে ফ্যালকন গ্রুপ এর সঞ্জীব সিং এর জন্ম ভুলিয়ে দেবে , কারন চাঁদ মামা কপি রাইটেড । এর প্রোফাইল দেখলেই রিপোর্ট করুন । যেটা বিনে পয়সায় ভাল কোয়ালিটি পাওয়া যায় তার জন্য টাকা খরচ বন্ধ করুন ।


                                             


অমর চিত্র কথা বাংলায় দেওয়া প্রায় শেষ , মোট প্রকাশিত ২২৫-২৩০ ,এরকম বলার কারন কিছু বই বাংলায় বের হবে বিজ্ঞাপন দিলেও সেই বই গুলি বাংলায় কেউ দেখেনি , যেমন 'কপাল কুণ্ডলা'। ২-৩ টি বই ছাড়া আমার সংগ্রহে সব কটি বই চলে এসেছে । এর মধ্যে আমার না পাওয়া  অমর চিত্র কথার একটি লট পেলাম ,আপাতত সেই বই গুলি দেব , সঙ্গে ইন্দ্রজাল এর ফাইল গুলি হাই কোয়ালিটি তে আপডেট এর কাজ করছি ,।