Monday, March 31, 2025

Post # 1180 Mandrake And The Flying Man


                                                                          ডাউনলোড করুন 

 

 

 


 

 

 

আরে ভাই  BD eBOOKS আমারে ক্ষমা করবেন ,পিলিজ আমারে ক্ষমা করবেন , আমারে দয়া কৈরা বয়কট দ্যান , সব অমর চিত্র কথা ধইরা দিয়া দিলে আমি কি করুম ? কি খাইয়া বাইচা থাকুম ।অরে তরা  কেউ মোরে বাচাইবা রে ।

 

১৬৫ নম্বর ইন্দ্রজাল উড়ন্ত মানব  কমিকস্‌ ওয়ার্ল্ড পত্রিকা তে অন্য রুপে প্রকাশিত হয়ে ছিল ,আজ সেটি 

থাকছে । প্যানেল গুলি ছোট ও মূল ইন্দ্রজাল টির থেকে রঙের পার্থক্য ও লক্ষ করা যায় ।



Saturday, March 22, 2025

Post # 1179 Timboka Murtir Rahasya

                                                                          ডাউনলোড করুন

আগের পোস্টে আপনাদের নতুন বই ও ডাউন থাকা হাই কোয়ালিটি তে ইন্দ্রজাল গুলি বা অনেক পুরানো কমিকস্‌ গুলি আর আপ লোড না করার কারন গুলি বলে ছিলাম , যারা ইন্দ্রজালের ৫ টি ভলুম বেআইনি ভাবে বিক্রি করছে তাদের একজন স্বীকার ও করেছে কোথা থেকে নেওয়া , যে গ্রুপ গুলি থেকে ওরা বিক্রি করছে সেই সব গ্রুপের এক অ্যাডমিন এর থেকে জানতে পারলাম , ওদের দেশে কপিরাইট আইন বলে কিছু নেই । এই কপিরাইট আইনে ব্লগার রা পড়বে না ,কারন পুরানো কমিকস্‌ গুলি সংরক্ষণ করে বিনেপয়সায় দেওয়া হচ্ছে বলে ।  কোন বাণিজ্যিক উদ্দেস্য নেই ।  

এছাড়া ভিবিন্ন টেলিগ্রাম গ্রুপে আমার কুন্তলদার ,ওয়াকারের  বই গুলি ঘোরাফেরা করছে , এদের মধ্যে আবার প্রেসিডেন্ট , সেক্রেটারি আছে ,হাসবো না কাঁদবো জানিনা, তাদের কি দাপট... সবাই গর্ব করে বলছে কার কত জি .বি. পি. ডি .এফ আছে , আবার নিজেদের মধ্যে এই নিয়ে ঝামেলা ও হচ্ছে , বুক ফার্ম এর নতুন কমিকস্‌ দেওয়া হচ্ছে ,লাল মাটির গৌতম কর্মকার সমগ্র দেওয়া হয়েছে ,এবং আমার দেওয়া বাংলা ২৫০ মতো অমর চিত্র কথা ও নাকি চালা চালি করবে  । তাই ইন্দ্রজাল আর আপ করা হবে না । ডায়মন্ড ও নয় , কিছু মানুষের জন্য ডায়মন্ড এর ফ্যান্টম ,চাচা চৌধুরী আর আপলোড হবে না ।

 














 

Sunday, January 5, 2025

Post # 1178 Lucky Luke in Bengali

                                                                           ডাউনলোড করুন

 

 

লাকি লুকের মোট ৪ টি কমিকস্‌ শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত হয়ে ছিল, আজ ৩ নম্বর বই টি আপলোড করলাম ।এই বইটি স্ক্যান করার জন্য দিয়েছেন শ্রী উত্তরায়ণ সেনগুপ্ত । 




 

Thursday, January 2, 2025

Post # 1177 Timpa Comics Bengali 01

                                                                          ডাউনলড করুন

 

অনেক দিন পর আবার আসলাম , পড়সি দেশের কিছু লোক পি ডি এফ নিয়ে জল ছাপ তুলে বই আকারে বিক্রি করছে ,ফ্রি তে পি ডি এফ দেওয়া এক, আর ব্যাবসা করলে তার জন্য আলাদা আইন আছে।  ভারতে তাদের কিছু এজেন্ট আছে তারা গ্রুপ গুলি তে বিজ্ঞাপন দিয়ে প্রিন্ট ইন্দ্রজাল গুলি বিক্রি করছে । যারা যারা নিয়মিত ফেসবুক গ্রুপ গুলি থেকে বই কিনে থাকেন তাঁরা নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা বলা হচ্ছে , 

ভারিতের জন্য অ দাম কি হবে নির্ধারিত করে দিচ্ছে ,ভারতের  এজেন্ট  বইগুলি ডেলিভারি করছে শুধু । 

সঙ্গে চলছে ডায়মন্ড কমিকস্‌ এর অবৈধ প্রিন্ট এই সব দেখে ব্লগিং এর উপর ঘৃণা ধরে গেছে ।পুরানো কমিকস্‌ ব্লগার রা কেউ আর ব্লগিং করেন না ।







 




টিম্পার কাহিনী গুলি ইন্দ্রজাল কমিকস শেষের দিকে থাকতো ,পরে বই আকারে প্রকাশিত হয় ,

এই বিই টি স্ক্যান করতে দিয়েছেন শ্রী উত্তরায়ন সেনগুপ্ত।