Friday, February 26, 2016

Post # 498 Goyenda Gonesh Halder By Radharomon Roy


                                                          ডাউনলোড করুন


 
এক ফেসবুক বন্ধুর থেকে জানতে পারলাম যে রাধারমন রায় এখন থাকেন ‘রাসবিহারী এ্যভীনিউ’তে। বয়স হয়েছে ,তবে ভালো আছেন,নতুন ঠিকানা টা যোগাড় করবার চেষ্টা করছি……কারুর যানা থাকলে দয়াকরে জানাবেন ।



 গণেশ হালদারের অলঙ্করণ করতেন বিখ্যাত শিল্পী দিলিপ দাস ।
                                                   


Monday, February 22, 2016

Post # 497 Egmont Comics 02

                                                                  ডাউনলোড করুন
                                                    


 চলমান অশরীরীর ৮০ বছর উপলক্ষে আজ থাকলো আপনাদের জন্য এই পোস্ট। তবে এই গল্পটি একালের বেতালের ,প্রকাশক এগমণ্ড কমিকস্‌ এর তরফ থেকে ‘দেব সাহিত্য কুটীর’। বাংলায় প্রকাশিত ৪ টি । আগে একটি পোস্ট করে ছিলাম, ‘লেবেল’এ এগমণ্ট কমিকস্‌ এ ক্লিক করলেই কমিকস্‌ টি সকলে পেয়ে যাবেন । 













Tuesday, February 16, 2016

Post # 496 Goyenda Gonesh Halder By Radharomon Roy

                                                          Download


শুকতারার গনেশ হালদারে তৃতীয় গল্প থাকছে আজ ।
রাধারমণ রায় শুধু গোয়েন্দা গল্প লেখেন নি,গল্পের মাদ্ধমে প্রতিবাদ করেছেন অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে ,ওনার বেশিরভাগ গল্প কুসংস্কারের বিরুদ্ধে ছিল ।  


গণেশ হালদার সমগ্র পাওয়া যাচ্ছে ‘mini stream publication’ থেকে ।



Wednesday, February 10, 2016

Post # 495 Goyenda Gonesh Halder By Radharomon Roy

                                                                      ডাউনলোড করুন





 আজ শুকতারার দ্বিতীয় গনেশ হালদারে গল্প থাকছে ।



Friday, February 5, 2016

Post # 494 Goyenda Gonesh Halder By Radharomon Roy

                                                                  ডাউনলোড করুন





গোয়েন্দা ও গোয়েন্দা গল্প নিয়ে বন্ধু মহাস্থবির এক অসাধারন পোস্ট করে ছিল কয়েক বছর  আগে ,ব্যোমকেশ,ফেলুদা,কিরীটী,পরাশর বর্মা,জয়ন্ত মানিক,দিপক চ্যাটার্জি, তো ছিলই তা ছাড়া  ওঁর পোস্ট দেখে নতুন গোয়েন্দা ‘মেঘনাদকে’ নিয়ে আগে পোস্ট করেছিএখন ঘনাদা গ্যালারির বন্ধুরা নতুন ব্লগ ‘মনোরঞ্জন মিউজিয়াম’ এ গোয়েন্দা ‘হুকাকসি’কে নিয়ে পোস্ট করছেন ।
আসুন আজ রাধারমণ রায়ের’ গোয়েন্দা ‘গণেশ হালদেরের’ সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই... সকলেই জানেন শুকতারা শেষ ৬৮ বছর ধরে আমাদের উপহার দিয়ে আসছে বাংলার সব মনী মুক্ত , লিখেছেন সব যশস্বী লেখকেরা । রবীন্দ্রনাথ থেকে সুনীল গাঙ্গুলি ...কে না লিখেছেন ?
রাধারমণ রায়ের সম্বন্ধে খুব একটা বেশি যানা নেই !  তবে ৭০-৯০ দশকের গোড়া অবধি  শুকতারায় নিয়মিত লিখতেন । লিখেছেন অসাধারন সব গোয়েন্দা গল্প, পৌষ ১৩৮২(১৯৭৫) তে প্রথম ‘গণেশ হালদেরের’ গল্প , শেষ গল্প পাওয়া যায় ফাল্গুন ১৪০১(১৯৯৪) এআছে ‘মকর দ্বীপের রহস্য’ ও ‘কালাপানি রহস্য’ দুটি  বড় গোয়েন্দা উপন্যাস ।