Wednesday, February 25, 2015

Post # 352 Sonar Ghanta by Anil Bhoumick

                                                                   ডাউনলোড করুন


 অনিল ভৌমিকের সর্ব প্রথম  উপন্যাস "সোনার ঘণ্টা", প্রকাশ কাল শুকতারা বৌশাখ ১৩৮০- শ্রাবণ ১৩৮১ । আপনারা হয়তো ফ্রান্সিস সমগ্র বা আলাদা ভাবে 'সোনার ঘণ্টা' পড়েছেন !! কিন্তু প্রথম হলুদ হয়ে যাওয়া প্রিন্টের মজাই আলাদা , সঙ্গে বাড়তি পাওনা প্রতিটা শুকতারার ইস্যুতে শ্রী নারায়ন দেবনাথের দুটি করে ছবি !!!















             

























 

 
 









Tuesday, February 10, 2015

Post # 351 Jogoth Sather Ratna Kutir by Hemendra Kumar Roy


 
                                                                       ডাউনলোড করুন



আজ থাকলো ৫১ বছর আগে শুকতারায় প্রকাশিত ঁহেমেন্দ্র কুমার রায়ের বিখ্যাত গল্প "জগৎ শেঠের রত্ন কুটী" । প্রকাশকাল ফাল্গুন ১৩৭০ থেকে মাঘ ১৩৭১ !ভাদ্র ১৩৭১ সংখ্যা ছিলনা, ধার দিয়েছে মিঃ ওয়াকার ।সঙ্গে নারায়ন বাবুর অসাধারন সব ছবি !তাই 'হিউম্যান ফিগার' এ বাংলার সর্বকালের শ্রেষ্ঠ ইলাসট্রেটার নারায়ন বাবু (পেনসিল স্কেচএ) জল রং ও তেল রং এ অবশ্যই 'বিমল দাস ও 'প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়'। 

 










 নারায়নবাবু সুস্থ আছেন ভালো আছেন ! 

 নারায়ন বাবু সুস্থ আছেন ভালো আছেন ! বই মেলায় একটি প্রকাশনী সংস্থার অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন ! বিকেল ৩ টে থেকে ৬.৩০ অবধি সকলের সাথে আনন্দ করে কাটালেন সময় ! ফ্যান দের বিনা দ্বিধায় দিলেন সই ! করলেন 'প্রেস কনফারেন্স '।


পদার্পণ







'প্রেস কনফারেন্স ' এ



 



৯০ বছরে পদার্পণ এ কেক







কেক কাঁটা





'লিজেণ্ডের' সাথে



বই প্রকাশ
































প্রেস মিট্‌




 


Monday, February 2, 2015

Post # 350 Cartun Dall


 
                                                                       ডাউনলোড করুন






আজ থাকলো তাদের জন্য পোস্ট যারা কার্টুন এ উৎসাহী, এটি কোন কমিকস্‌ বই নয় ! এটি ১৮৭২-২০১৪ অবধি কার্টুনের ক্রমবিন্যাস ! গগনেন্দ্রনাথ ঠাকুর থেকে অবনীন্দ্রনাথ থাকুর...কুট্টী,চণ্ডী লাহিড়ী থেকে অমল চক্রবর্তী সকলের কার্টুনের একটি অসামান্য বই। বইটি কার্টুন দলের ২০১৪ অনুষ্ঠানে ১ বার মাত্র প্রকাশিত হয় । ২০১৪ এর ৮-১৬ অগাস্ট 'মায়া আর্ট স্পেস ' এ এই প্রদর্শনীর আয়াজন করা হয়েছিল... আমার সৌভাগ্য প্রথম দুইদিন উপস্তিত থাকতে পেরে ছিলাম।





                               

    বিষয় কার্টুন ও বিশ্বদেব গঙ্গোপাধ্যায়



বিশ্বদেব গঙ্গোপাধ্যায় সম্পর্কে নতুন করে আমার কিছু লেখার নেই !বাংলা কার্টুন ও কমিকস্‌ সম্পর্কে গবেষণায় ওনার অবদান অতুলনীয়,২০০৬ থেকে চালাচ্ছেন বিষয় কার্টুন পত্রিকা ।কার্টুন ও কমিকস্‌ নিয়ে ওনার অনেক বই প্রকাশিত হয়েছে, উল্লেখযোগ্য ‘লালমাটি’ থেকে ওনার “কাফি খাঁ”(প্রফুল্ল চন্দ্র লাহিড়ী) সামগ্র । কেন্দ্রিয় সরকারি কর্মচারী হলেও  গবেষক হিসাবে সকলে যানেন। খোলা মনের লাজুক স্বভাবের মানুষটি এই কাজ দীর্ঘ ৪০ বছর ধরে করে চলেছেন । ‘লালমাটির’ “ময়ূখ চৌধুরী” সামগ্রর বই গুলি ওনার বিষয় কার্টুনের অনুপ্রেরণা থেকে তৈরি,এক সময় মনে পড়ে কলেজ স্ট্রিট এ হন্যে হয়ে “ময়ূখ চৌধুরী” সংখ্যা খুঁজে বেড়িয়েও পাইনি ! ‘নন্দনে’ গত বছর ‘মে’ মাসের ৩১ তারিখ “চারুলতা” সিনেমার ৫০ বছর ‘সেমিনারে’ ওনার সাথে আলাপ হয়।ওনার সাথে সম্পর্ক পারিবারিক সম্পর্কে পরিনত হয় । স্বপ্নের বইগুলি ওনার থেকে হটাৎ পেয়ে যাই। বিষয় কার্টুনের একটি লিস্ট দিলাম,হয়তো আশাকরি বইগুলি কোনদিন সামাগ্র আকারে প্রকাশিত হবে।    
 



সমর দে সংখ্যা






১. কুট্টি সংখ্যা
২. ১২৫ বর্ষে যতীদ্র কুমার সেন
৩. শত বর্ষে হার্জ (টিনটিন)
৪. রেবুতী ভূষণ সংখ্যা
৫.সমর দে সংখ্যা
৬। ময়ূখ চৌধুরী সংখ্যা
৭. খালেদ চৌধুরী সংখ্যা
*৮. প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংখ্যা    


 
*এই ফেব্রুয়ারীতে প্রকাশিত হচ্ছে









'শৈল চক্রবর্তী' সংখ্যা অন্য একটি পত্রিকা থেকে বের করেন ।আসাকরে থাকলাম "বি. রায়"(বলাই বন্ধু রায়)এর উপর কোন সংখ্যার ।

 
ময়ূখ চৌধুরী সংখ্যা







কলেজ স্ট্রিট এ  বিশ্বদেবদার সঙ্গে