Wednesday, December 24, 2014

Post # 341 Bondhu by Moyukh Choudhuri

                                                                      ডাউনলোড করুন         



আজ থাকলো 'ময়ূখ চৌধুরীর' একটি ছোট কমিকস্‌ প্রকাশ কাল বৈশাখ ১৩৯৭ থেকে জ্যৈষ্ঠ ১৩৯৭ ! ব্লগে এই প্রথম ! লালমাটি এই কমিকস্‌ টি রঙ্গিন বেরকরেছিল কিনা যানা নেই।
 কমিকস্‌টি 'সূত্রধর গুপ্ত' ছদ্ম নামে করেছিলেন তিনি ।  


Sunday, December 21, 2014

Post # 340 Debgerir Danob by Rajkumar Moitra

                                                                        ডাউনলোড করুন

রাজকুমার মৈত্রের প্রথম গল্প হোল  'অভিসপ্ত মূর্তি'। কিন্তু ওটার কিছু কাজ বাকি থাকায় এই দ্বিতীয় গল্প টি প্রথমে দিলাম !

গল্পের সমস্ত ইলাসট্রেসন্‌ নারায়ন বাবুর করা


Friday, December 19, 2014

Post # 339 Kinnhor Koilash Rohosso by Niranjan Singha

                                                                          ডাউনলোড করুন

 দীর্ঘ দিন পর আবার ফিরলাম ! কিছুদিন ভোপাল ছিলাম! গেছিলাম আমার মেয়ে কে দেখতে, আজ সে ২২ দিনের হোল ! ফেরার সময় ট্রেনএ অসুস্থ হয়ে হাসপাতাল যেতে হয় ! সাঁচি, ভিমবটিকা ঘুরে আসলাম ! ভিমবটিকায় আমাদের পূর্বপুরুষ রা যে গুহায় থাকতো সেখানে গেলে তাঁর প্রমান পাওয়া যায়,৩০০০০ বছরের পুরান গুহা পাহাড়ের উপর ! "এলিয়েন"রা নাকি বার বার আসে ওখানে, গাইড দের বক্তব্য ! গুজব একবার রটে বারবার নয় ! ওরা নাকি বহু বার এসেছে ! 'নাসা' থেকে কিছুদিন আগে এখানে গবেষক রা এসে ঘুরে গেছেন !  খবরের কাগজে এই খবর বেরহয়, সেই শুনেই ওখানে যাওয়া ! কিছু ছবি তুলে আনা ! কিছু গুহাচিত্র রহস্যময় , পরে দেবার ইচ্ছা থাকলো ব্লগে !

যাইহোক শুধু লেকচার দিয়ে তো ব্লগিং করা যায়না তাই শরীর খারাপ থাকলেও আজ থেকে শুরু করলাম
 শুকতারা ও আনন্দমেলার কিছু ধারাবাহিক উপন্যাস ! যে গুলো কোনদিন হয়তো ছাপা হবেনা বা ছাপা হোলেও ভিতরের ইলাসট্রেসন্‌ গুলো বইতে দেওয়া নেই !তবে ইন্দ্রজালের ভক্তদের হতাশ হবার কারন নেই ! আবার যথা সময় ঝোলা থেকে ইন্দ্রজাল বের হবে ।

সঙ্গে আর একটি শুখবর 'ফেস্‌বুক' এ ৩ টি গ্রুপের অ্যাডমিন হিসাবে প্রায় রোজ মূল্যবান তথ্য ছবি পোস্ট করে থাকি একটি হোল নারায়ন দেবনাথ ফ্যান ক্লাব একটি ময়ূখ চৌধুরী ফ্যান ক্লাব ইন্দ্রজাল কমিকস্‌ ফ্যান ক্লাব ! ও কমিকস্‌ ও গ্রাফিক্স গ্রুপ এ প্রায় রোজ আমার পোস্ট পাবেন ! ব্লগে সব কিছু দেওয়া সম্ভব নয় তাই ফেস্‌বুক ব্যবহার করতে হচ্ছে ! নিচে লিঙ্ক গুলি দিলাম-- 

 https://www.facebook.com/groups/671385992941114/        NARAYAN DEBNATH
https://www.facebook.com/groups/472699446204638/       MOYUKH CHOUDHURI
https://www.facebook.com/groups/1560147924199868/      INDRAJAL COMICS FAN

https://www.facebook.com/groups/comiques/                   COMICS & GRAPHYCS


আরো একটি শুখবর গুগল সার্চ এ bengali indrajal comics বা indrajal comics bengali সার্চ করলে এই ব্লগ প্রথম দিকেই দেখাচ্ছে ....। আর সম্ভব হয়েছে আপনাদের জন্য ! সকলকে ব্লগের তরফ থেকে অনেক ধন্যবাদ !

গল্পের সমস্ত ছবি নারায়ন দেবনাথের আঁকা ।

Wednesday, December 3, 2014

Post # 338 Bengali Indrajal Comics No.1

                                                                       ডাউনলোড করুন                       
                                                        পি ডি এফ সাইজ ৩৬.৭ এম বি



 বাংলা ব্লগে অক্ষত ভাবে ইন্দ্রজালের ১ নং সংখ্যা এই প্রথম বার ... এই বইটি ইন্দ্রজালের 'মাইল স্টোন' বলা যেতে পারে... পাওয়া ও খুব একটা সোজা নয়... কোলকাতার ই এক বই সেলারের থেকে পাওয়া গেল। দিতে পের আমার ও ভালো লাগছে... তো আসুন আজ পড়ুন সেই লাল জাদুকরীর কাহিনী... 
 

১৬.০৬.২০২০

পি ডি এফ আপডেট করা হোল ।







Tuesday, December 2, 2014

Post # 337 Bengali Indrajal Comics No. 300

                                                                     ডাউনলোড করুন





বাহাদুরের বাবা ভৈরব সিং পুলিশ চীফ বিশালের গুলিতে মারা পড়লো । তার লুকানো বিপুল ঐশ্বর্য কোথায় কেউ যানেনা ! এদিকে গ নি বা চালাতে গেলে চাই প্রচুর টাকার ! এর মদ্ধে বাহাদুরের হাতে পৌছালো দুই খণ্ড ম্যাপ... তারপর।