Thursday, May 29, 2014

Post # 267 Bengali Indrajal Comics No.248

                                                                      ডাউনলোড করুন




বাহাদুরের সেরিজের ২ নং বই। পড়তেই হবে আন্তত ৩০৪ অবধি "বাহাদুর ও ধোঁকাবাজের দল"।এই কটি বই মনে হয় যেন অনেক ফুল একই মালায় গাঁথা।

Wednesday, May 28, 2014

Post # 266 Bengali Indrajal Comics No.247

                                                                             ডাউনলোড করুন

বেতালের সাথে 'হিজে'র সংঘর্ষের এটি দ্বিতীয় কাহিনি,প্রথম টা আগেই পোস্ট করেছি। আর একটি ৩১৭ নং ইন্দ্রজালে বের হয়, নাম ছিল "উন্মত্ত গুহা দানব"।

Tuesday, May 27, 2014

Post # 265 Bengali Indrajal Comics No.246

                                                                         ডাউনলোড করুন 




ম্যানড্রেকের এই গল্পেই প্রথম কার্মার আগমন হয় , তাছাড়া লুসিফারের সঙ্গে একটি ছোট খাটো মোলাকাত ও 'সিল্কি' বলে এক অপরাধির সংঘর্ষের কাহিনী পাওয়া যাবে এই বইটি তে।





Monday, May 26, 2014

Post # 264 Bengali Indrajal Comics No.245

                                                                         ডাউনলোড করুন  


এসে গেল ইন্দ্রজালের আরেক হিরো বাহাদুর।বাহাদুরের বই গুলি পর পর সাজালে একটা গোটা গল্প বলে মনে হবে, ৩০০ নং ইন্দ্রজাল অবধি বাহাদুরের গল্প গুলি মনে হয় একই সুত্রে বাঁধা। আশা করি আপনারা কেউ এই গল্প গুলি 'মিস্‌' করবেন না।



'আবিদ সূর্তি' তাঁর প্রথম কমিক্স্‌এর ইলাসট্রেসন  করছেন।

Sunday, May 25, 2014

Post # 263 Bengali Indrajal Comics No.244

                                                                     ডাউনলোড করুন




আইবেক্সের এই গল্পটা ভালো কিন্তু ছবি ভাল না,কার আঁকা জানিনা।বই টি আমার সংগ্রহতে অনেক পরের দিকে আসে, ২০০১ সাল নাগাদ পাই।  আশা করি কয়েক ঘণ্টার ব্যাবোধ্যানে দুটি পোস্টে আপনাদের আক্ষেপ অনেকটা ঘুচবে। 

Saturday, May 24, 2014

Post # 262 Bengali Indrajal Comics No.243

                                                                     ডাউনলোড করুন


সময় মতো আপলোড ও এডিট করতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে । কিছু অন্য কাজের চাপের জন্য পোস্ট করতে অনিচ্ছাক্রিত বিলম্ভ হোল
"ভৌতিক নগর" বই টা খুব ছোটবেলায় বাড়িতে ছিল,কে কিনেছিল জানিনা, পরে বই টা কোথায় যেন হারিয়ে যায়,এই বই টা আবার বছর ৪ আগে খুঁজে পাই শিয়ালদার ফুট পাথে এক দোকানে।ছোটোবেলায় ছবি গুলো দেখিয়ে আমার মা গল্প টা বোলতো, তখনো আমার অক্ষর জ্ঞান হয়নি।  "ক্ষুদে জো" কে দেখে যারপর নাই রোমাঞ্চিত হতাম,এখন যেন আর  অতোটা রোমাঞ্চিত হই না। দেখার সেই চোখ কোথায় হারিয়ে গেছে !!!

Saturday, May 17, 2014

Post # 261 Sudhindra Nath Raha's Sedar Boner Hatchani

                                                                          ডাউনলোড করুন


আজ ১৩৮০ ফাল্গুন সংখ্যা(যে সংখ্যা থেকে শুকতারা ছোট থেকে বড় হোল)  থেকে একটি ভৌতিক গল্প দিলাম, লেখক সুধিদ্রনাথ রাহা। অসাধারন ছবি গুলোর ইলাসট্রেটার "শক্তিময় বিশ্বাস" ।

Friday, May 16, 2014

Post # 260 Noroker Prohori By Mayukh Choudhury

                                 
                                                                       ডাউনলোড করুন



 
 নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত শিল্পী শ্রী ময়ূখ চৌধুরীর এই বই টি তে ছিল চার টি গল্প ও এক টি কমিকস্‌ । অলংকরণে তাঁর হাত যেমন ছিল পটু সঙ্গে লেখনি ও ছিল উচ্চ মানের... ভাষার দখল ছিল অসাধারন।









-


Thursday, May 15, 2014

Post # 259 Bengali Indrajal Comics No.242

                                                                       ডাউনলোড করুন
"মৃতের প্রতিজ্ঞা" প্রথম কপি টা পাওয়ার পিছনে একটা গল্প আছে, আমাদের ইস্কুল এ টিচারস্‌ রুমের টেবিল এ সব স্যার দের একটি করে ড্রয়ার থাকতো, স্যারেরা সেন চক্ষু তে ক্লাস এ এসে দেখত কোন  কোন  ছাত্র ইন্দ্রজাল কমিকস্‌ এনেছে, ধরা পড়লে সোজা টিচারস্‌ রুমের টেবিলের ড্রয়ার। আমি ও আমার মামাতো ভাইএর ছিল টিচারস্‌ রুমে অবাধ যাতায়াত। কারন আমার মামা (আর ওর বাবা) ইংলিশের টিচার, আমরা দুই ভাই বাটপাড়দের উপর চুরি করতাম,  সকাল ১০ মধ্যে ইস্কুল এ ঢুকে চলতো অভিজান। এই বই টা সেই ভাবেই পাওয়া।  এই গল্প টা সিনেমা করলে দারুন হতো।







আভ্যুদয় চিত্রকাহিনি

১৯১৩ সালে প্রথম কমিকস্‌ সন্দেশে ছাপাহয়,করেন সুকুমার রায় ও সুখলতা রাও,পরে ১৯৩৭ এ থেকে করেন 'প্রফুল্ল চন্দ্র লাহিড়ী", তার পর যার নাম করতে হয় তিনি হলেন 'প্রতুন চন্দ্র বন্দপাধায়,শুকতারায় দীর্ঘ দিন ছবি ইলাস্টেসন সহ কমিকস্‌ ও করেন, কিন্তু এ সব আর কত টুকু, কিন্তু আমার মতে   ৮০ দশক হয় কমিকস্‌ এর স্বর্ণ যুগ !!!
সু্পার কমিকস,ওয়ার কমিকস, গোল্ডেন কমিকস,আভ্যুদয় চিত্রকাহিনি,বিশ্বসাহিত্ত চিত্রকথা, বিশ্বসাহিত্ত কমিকস,আভিক চিত্রকথা,উজ্জল কমিকস,মডার্ন চিত্রকথা। 
 এত রকম প্রকাশনা সংস্থা ব্যাপক ভাবে  কমিকস্‌ বের করতে থাকেন ।
আভিক চিত্রকথা

 

বিশ্বসাহিত্ত কমিকস
 
সান্দেশ,ঝলমল,পক্ষীরাজ, কিশোরভারতির কথা না বললে নয়, এই পত্রিকা গুলো ও কমিকস্‌ বের করে।

চাঁদ মামা পাব্লিকেসন



মডার্ন চিত্রকথা

বিশ্বসাহিত্ত চিত্রকথা
 
উজ্জল কমিকস


সু্পার কমিকস
সুপার কমিকস্‌ প্রথমে ছোট আকারে বের হতো। পরে "ইন্দ্রজাল" বা "অমর চিত্রকথার" সমান আকারে বের হয়। ওয়ার কমিকস্‌ ও তাই। এখনও কিছু  ওয়ার কমিকস্‌,সুপার কমিকস্‌ আছে কিন্তু কভার নেই।

Wednesday, May 14, 2014

Post # 258 Bengali Indrajal Comics No.241

 
                                                                      ডাউনলোড করুন



পরবর্তী বই গুলো আরো অ্যাডভেঞ্চারে ভরা আরো বেশি রোমহর্ষক !

Tuesday, May 13, 2014

Post # 257 Bengali Indrajal Comics No.240

                                                                           ডাউনলোড করুন






রবিন হুডের রঙ্গিন কমিকস্‌
দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্য দেবসাহিত্য কুটীর ২০১৩ র বইমেলায় প্রকাশিত করেছিল রবিনহুডের ৪ টি রঙ্গিন কমিকস্‌, বাকি ১ টি কমিকস্‌ "রহস্য ময় রবিনহুডের" প্রকাশক ছিল "নিউ বেঙ্গল প্রেস, তাই সেটি এখনও পাওয়া যাচ্ছেনা। ১০১৩ বইমেলায় "রহস্য ময় রবিনহুডের" কমিকস্‌ টি মাত্র ৪ টাকায় বিক্রি হতে দেখেছি "নিউ বেঙ্গল প্রেস" এর স্টল এ, কিন্তু এই সাদা কালো কমিকস্‌ টি এই বছর আর দেখলাম না । 

Post # 256 Bengali Indrajal Comics No.239

                                                                          ডাউনলোড করুন







            
সত্যজিৎ রায়ের কার্টুন ( আর্টিষ্ট-সুমিত সেনগুপ্ত)

Sunday, May 11, 2014

Post # 255 Bengali Indrajal Comics No.238

                                                                      ডাউনলোড করুন

অদ্ভুত ব্যাপার "হত্যাকারী দস্যুদল " প্রথম কপি টা আমি ২৫০ টাকা দিয়ে কিনি এক 'সেলারের' থেকে। পরে ঐ বই টাই ৩৫ টাকা দিয়ে কিনি। তাই বন্ধুরা  "........."  মতো  'সেলারের' হাতে পড়বেননা। একটু কষ্ট করলে কমদামে এখনও বই পাবেন । খণ্ড- সংখ্যা  বই গুলো ২০ টাকা, ১-২৫ ৩০০ টাকা,২৬-১০০ ২০০ টাকা, ১০১-২০০ ১০০ টাকা,২০০-৩০০  ৩০-৪০ টাকা,৩০০-৪২০ ও ২০-৩০ টাকা । এর বেশি কোন মতেই দেওয়া উচিৎ হবে না। পারলে আরও কমে!!!                                                                            





Saturday, May 10, 2014

Post # 254 Bengali Indrajal Comics No.237

                                                                          ডাউনলোড করুন





আজকের শিকার "অমরচিত্র কথা" নং ২ ও ৭(স্থান কলেজ স্ট্রিট)। অনেক গুলি অমরচিত্র কথার সঙ্গে ছিল, কথা না বাড়িয়ে ১০ টার সঙ্গে এই ২ টো ও কিনে নিলাম, প্রতি কপি ১৮/ টাকা করে।কদিন আগে এক 'সেলার' ১-১০ 'পার কপি' ১০০ টাকা করে চেয়ে ছিল। 

Thursday, May 8, 2014

Post # 253 Bengali Indrajal Comics No.236

    
                                                                   ডাউনলোড করুন




 ছোটবেলায় এই বইটা এক বন্ধু  আমাকে দিয়ে ছিল, পরে মনমালিন্য হওয়ায় আবার ফেরত নিয়ে নেয়, অনেক পরে এই বই টা পাই।  

Monday, May 5, 2014

Post # 252 Polatok By Mayukh Choudhury





ময়ূখ চৌধুরীর ইতিহাসের পলাতক বই টির মদ্ধে মোট ২ খণ্ডে দেওয়া কমিকস্‌ ও দুটি গল্প দেওয়া আছে, যথা ক্রমে পলাতক গুন্ডা (একটি শূকরের কাহিনী) ও শেরউড বনের পলাতক (রবিন হুডের কাহিনী)।  রবিন হুডের ব্যাপারে ও রাজা রিচার্ড এর ব্যাপারে দু এক কথা না বল্লে না, দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ড এ তখন বিজয়ী নরমান জাতি গরিব স্যাক্সন জাতির উপর উৎপীড়ন করতো, সেই সময় সত্যি একজন স্যাক্সন যুবক এর বিরুদ্ধে রুখে দাড়ায়। তাই দেখা যায় রবিন হুডের কাহিনী কোন একজন লেখকের লেখা না ,বহু লেখক লিখেছিলেন। এই গল্পটির শেষে দেখা যায় লায়নহার্ট রাজা রিচার্ড ক্রুসেড থেকে ফেরার সময় শেরউড বনের মদ্ধ দিয়ে আসার সময় রবিন হুডের মুখো মুখি হন......। রাজা রিচার্ড ছিলেন সত্যি সিংহ হৃদয় ,তিনি জাতিগত ভেদাভেদ মানতেন না, ওনার ছিল বিশাল আকার চেহারা, উচ্চতা ছিল ৬ ফিট ২ ইঞ্চি।   প্যালেস্টাইনে তখন ধর্ম যুদ্ধ চলছিলো খ্রিস্টান ও মুসলমান রাজা সালাদিনের মদ্ধে, ইতিহাস বই তে আমরা এই ঘটনার উল্লেখ পাই। কিন্তু আসল ঘটনা যানতে গেলে স্যার ওয়াল্টার স্কটের দি 'ট্যাঁলিস ম্যান' বই টি পড়তেই হবে। আসলে সিরিয়া, প্যালেস্টাইনে যাযাবর দস্যু জাতিরা খ্রিস্টান  সাধুদের উপর অত্যাচার করতো, দোষ পড়তো মহান রাজা সালাদিনের উপর,সেই সময় ইউরোপের রাজা রা মিলে ক্রুসেড করতে যান ও গো-হারা হারেন, ও দিকে খ্রিস্টান শিবিরের মদ্ধে কোন দেশের পতাকা উড়বে তাই নিয়েও মনমালিন্য শুরু হয়।  
 রাজা রিচার্ড কালব্যাধি মরু জ্বর এ আক্রান্ত হন, তখন স্বয়ং রাজা সালাদিন এসে কবিরাজের ছদ্মবেশে  রিচার্ডের অশুখ সারিয়ে তোলেন, না হলে রিচার্ডের  মৃত্যু ছিল নিশ্চিত। শেষে রাজা রিচার্ড ও সালাদিনের মদ্ধে বন্ধুত্বর সম্পর্ক হয়ে যায়। স্যার ওয়াল্টার স্কটের দি ট্যাঁলিস ম্যান বই টি  দেব সাহিত্য কুটীরের আনুবাদ সাহিত্য সিরিজের অন্তর্গত।
রবিন হুড ছিল কি ছিল না সে তর্ক বৃথা, আপাতত গল্প রসে মজে যাওয়া যাক।














Saturday, May 3, 2014

Post # 251 Bengali Indrajal Comics No.235

                                                                          ডাউনলোড করুন



ম্যানড্রেকের সঙ্গে ইঁদুর মানুষদের সংঘর্ষের আরো একটি গল্প।  

 ৮০ দশক কে বলা হয় কমিকস্এর স্বর্ণযুগ, আজ কিছু ৮০ দশকের পুরানো কমিকস্‌ পেলাম কলেজস্ট্রিট এ।যে গুলো ফ্লিপকার্ট ৫০০টাক করে দাম চায়।বিশ্বসাহিত্ত চিত্রকথা,আভিক চিত্রকথ, টারজান কমিকস্‌, ইত্যাদি। আশা করি তাই কেউ টাকা নষ্ট করবেন না। 



Friday, May 2, 2014

Post # 250 Bengali Indrajal Comics No.234

                                                                         ডাউনলোড করুন






তুষার চট্টোপাধ্যায়ের খুনি কে ? কমিকস্‌ টা কেউ পড়েছেন ? পড়ে থাকলে কাহানী টা আমরা সবাই যানতে চাই ! অবাক হবেন না, বই টি বহুবার পড়েও কিছুই বুঝিনি , লেখন না পাঠক কে বেশি অধম বোঝা মুশকিল ! 
 'ইন্টারনেট'' এ বই টা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে  , আমার যদি না ও থাকতো আমি ২০ টাকার বেশি দিয়ে কিনতাম না।

Thursday, May 1, 2014

Post # 249 Bengali Indrajal Comics No.233

                                                                            ডাউনলোড করুন 

 বেতালের একটি দুর্দান্ত গল্প...অপুরব কাহিনী......।